বিশ্বনাথে বিএনপি ও রামধানা গ্রামবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহতঃ বিএনপির ১২শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ সিলেটে হরতাল চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলার অভিযোগে সাড়ে বিএনপির ১২শ নেতাকর্মীর বিরুদ্ধে ৬টি মামলা করেছে পুলিশ।
২২ এপ্রিল (রোববার) গভীর রাতে দায়ের করা এসব মামলায় হরতালের সময় ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও শনিবার বিকেলে জিন্দাবাজারে গাড়ি ভাংচুরের ঘটনায় শামসুজ্জামান জামানসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, রবিবার দুপুরে হরতাল চলাকালে নগরের জিন্দাবাজারে হরতাল সমর্থকরা পুলিশের উপর হামলা চালায় এমন অভিযোগে রোববার রাতে কোতোয়ালী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। এস আই আশরাফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় দলটির ৫শ নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানান আশরাফুজ্জমান।
রবিবার দুপুরে হরতাল চলাকালে সিলেট নগরীর জিন্দাবাজার ও বন্দরবাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
বিশ্বনাথে বিএনপি ও রামধানা গ্রামবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এছাড়া টুকেরবাজার তেমুখী এলাকায় সংঘর্ষে আহত হন অন্তত ১৫ জন।