ইলিয়াস আলীর ব্যাপারে সরকারের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

ইলিয়াস আলীর ব্যাপারে সরকারের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির নিখোঁজ হওয়া নেতা ইলিয়াস আলীর ব্যাপারে সরকারের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। চেষ্টা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর হদিস পায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ২৫ এপ্রিল (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীকে এ তথ্য দেন বলে জানা গেছে। তবে প্রধানমন্ত্রী এ রহস্য উদঘাটনের জন্য চেষ্টা অব্যাহত রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন।

আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যেষ্ঠ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। একাধিক দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানায়, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া নিয়ে প্রধানমন্ত্রী দুই-তিনজন জ্যেষ্ঠ মন্ত্রীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে সাফ জানিয়ে দেন, ইলিয়াস আলীর ব্যাপারে এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। সরকারের কোনো গোয়েন্দা সংস্থা এখনো কোনো ক্লু পায়নি—রহস্য উদঘাটন করতে পারেনি।

সূত্র জানায়, সরকারের উচ্চ পর্যায় এখনো মনে করে, বিএনপির অভ্যন্তরীণ সমস্যায় ইলিয়াস আলী নিখোঁজ হয়ে থাকতে পারেন। তবে প্রধানমন্ত্রী নিখোঁজ-রহস্য উদঘাটনের জন্য আরও তত্পর হতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন বলে জানা গেছে।

সূত্র আরো জানায়, সরকার বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে উপায় নির্ধারণের জন্য আলোচনা চালাচ্ছে। আজ রাতেও প্রধানমন্ত্রী কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও তাঁর উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। তবে বিরোধী দল হরতাল বা অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখলে আওয়ামী লীগও দলীয় কর্মসূচি নিয়ে মাঠে নামবে। প্রধানমন্ত্রী এ রকম মনোভাবই পোষণ করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে শিগগিরই দলীয় বৈঠক আহ্বান করা হতে পারে।

বিশেষ প্রতিনিধি