৬ মে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ ।। হরতালের আশঙ্কা

৬ মে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ ।। হরতালের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ ৬ মে রাজধানী ঢাকাসহ সারা দেশে সব উপজেলায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ওই দিনের সমাবেশ থেকে হরতালের চেয়েও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

২ মে (বুধবার) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এক সমাবেশে মওদুদ এ ঘোষণা দেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে জীবিত ফিরিয়ে দেয়া, দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, রিজভী আহমদসহ বিএনপির নেতাদের মুক্তি ও জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ বলেন, রেলের ঘুষ কেলেঙ্কারি ধামাচাপা দেয়ার জন্য সরকারের এজেন্টরা ইলিয়াস আলীকে গুম করেছে। তাঁকে অবিলম্বে ফিরিয়ে দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। না হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগের কথা বলেন। এর কোনো বিকল্প নেই বলে মওদুদ মন্তব্য করেন।

বিরোধী দলের শীর্ষস্থানীয় ১৩২ জন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা ভুয়া ও ভিত্তিহীন দাবি করে মওদুদ বলেন, সরকার মনে করেছে, মামলা দিয়ে আন্দোলন স্তিমিত করে দেবে। কিন্তু এ আন্দোলন নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব নয়।

ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলায় মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ইসলামি ঐক্য জোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বিজেপির সভাপতি আমীন আল মামুনসহ ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

প্রধান সম্পাদক