বিদ্যুৎ সরবরাহের দাবিতে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ

বিদ্যুৎ সরবরাহের দাবিতে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ

এসবিডি নিইজ24 ডট কম,ডেক্সঃ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকেরা। ১৫ মে (মঙ্গলবার) সকাল থেকে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গ্রাহকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পেয়ে ক্ষুব্ধ বেগমগঞ্জের বাংলাবাজার এলাকার বিদ্যুৎ গ্রাহকেরা। আজ সকাল সাড়ে নয়টার দিকে কয়েক হাজার ক্ষুব্ধ গ্রাহক নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের ওপর বড় বড় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হবে বলে ঘোষণা দেয় তারা। গুরুত্বপূর্ণ ওই মহাসড়ক বন্ধ থাকায় সকাল থেকে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে লক্ষ্মীপুরের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

খবর পেয়ে বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নূরুল হক ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম ঘটনাস্থলে গিয়ে গ্রাহকদের শান্ত করার চেষ্টা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে এখনো অবরোধ চলছে।

এসবিডি নিউজ ডেস্ক