পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় সন্ত্রাসী হামলাঃ পুলিশের ১ এসআই সহ বিএনপির অন্তত ১৫ নেতা-কর্মী আহত
খন্দকার দেলোয়ার জালালী, পটুয়াখালী থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষির্কী উপলক্ষ্যে আলোচনা সভায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে রাঙাবালী থানার ইনচার্জ কে, এম মোতালিব সহ বিএনপির অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ৩০ মে বেলা ১১টার সময় স্থানীয় এস,ই,আই মাঠে আলোচনা সভা চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা লাঠি ও ধারালো রামদা নিয়ে সেখানে হামলা চালায় বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। হামলায় কাঙালী ভোজের সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে।
রাঙাবালী থানার ইনচার্জ কে,এম মোতালিব হোসেন জানান, তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনাস্থলে আছেন। হামলার পর বিএনপি নেতা-কর্মীরা ঘটনাস্থলেই আছে, অপরদিকে আওয়ামী লীগ সমর্থকরা সমাবেশ স্থলের পাশেই অবস্থান করছে। উভয় পক্ষের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
অপরদিকে, পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে শহরে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।