পুলিশ বাহিনীর মধ্যে কী পোকা ঢুকেছে, আমি নিজেই বুঝতে পারি নাঃ ড. কামাল হোসেন
সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘পুলিশ বাহিনীর মধ্যে কী পোকা ঢুকেছে, আমি নিজেই বুঝতে পারি না।’ সাংবাদিকদের পুলিশের কাছ থেকে দূরে থাকতে বলার জন্য দেশবাসী ও প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন বিশিষ্ট এই আইনজীবী। ২৯ মে (মঙ্গলবার) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এক অনুষ্ঠানে সাংবাদিকদের পুলিশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে সংবাদ সংগ্রহের পরামর্শ দেন।
বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম দিবস উপলক্ষে ইউনেসকো বাংলাদেশ এবং বিসিডিজেসি আয়োজিত ‘ইউনেসকো বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০১২’ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ড. কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি পুলিশকে নিয়ে গর্ব করতে চাই। “জয় বাংলা” রণধ্বনি দিয়ে পুলিশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই পুলিশ প্রথম আলোর সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে। আদালত চত্বরে লোকজনের সামনে নির্লজ্জভাবে আক্রমণ করছে নিরীহ মেয়ে ও তার পিতামাতার ওপর।’
অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, পুলিশ বাহিনী ও সাংবাদিক উভয়ের কাজ বিশেষ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। তাই উভয়কে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থেকে দায়িত্ব পালন করতে হবে। কেউই যেন তাদের সীমা অতিক্রম না করে। আরও বক্তব্য দেন ইউনেসকো বাংলাদেশের অফিসার ইনচার্জ কিচি ওয়াসু ও আইএফজে দক্ষিণ এশিয়ার সুকুমার মুরালিধরন। সভাপতিত্ব করেন বিসিডিজেসির প্রেসিডেন্ট নাঈমুল ইসলাম খান।
অনুষ্ঠানে এনটিভির চয়ন রহমান এবং কালের কণ্ঠ পত্রিকার নওশাদ জামিলকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হয়। জুরিবোর্ডের বিশেষ মনোনয়নে ক্রেস্ট ও সম্মাননা পান এটিএন নিউজের মাহফুজা মোসলেহী ও কালের কণ্ঠ পত্রিকার অভিজিত ভট্টাচার্য।