ঈদে ঘরমুখো যাত্রীরা যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঈদে ঘরমুখো যাত্রীরা যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কুতুম্বপুর থেকে সোনারগাঁয়ের মোগড়াপাড়া পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রীরা যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছে। দাউদকান্দির শহীদনগরে গতকাল ১৬ আগষ্ট (বৃহস্পতিবার) রাত একটার দিকে চট্টগ্রামগামী একটি লরির ইঞ্জিন মহাসড়কের ওপর আড়াআড়ি অবস্থায় বন্ধ হয়ে গেলে এ যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবুল হাশেম বলেন, ইঞ্জিন বন্ধ হওয়ার এক ঘণ্টা পর রেকার এনে লরিটি অন্য স্থানে সরিয়ে নেয়া হলেও এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ও অতিরিক্ত যানবাহনের চাপে যানজট তীব্র আকার ধারণ করে। তিনি বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসবিডি নিউজ ডেস্ক