বাংলাদেশী হ্যাকাররা মার্কিন ১৩ ওয়েবসাইট বিকল করে দিয়েছে
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ হুমকি দেয়ার পরদিনই যুক্তরাষ্ট্রের ১৩টি ওয়েবসাইট বিকল করে দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা। বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস (বিজিএইচএইচ) নামের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের যেসব ওয়েবসাইট বিকল করে দিয়েছে তার মধ্যে কোন ধরনের ওয়েবসাইট আছে তা জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন সফটপিডিয়া। এতে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অবমাননাকর ছবি ‘ইনোসেন্স অব মুসলিমস’ প্রচারিত হওয়ার পর এর তীব্র প্রতিবাদ জানায় বিজিএইচএইচ। তারা ফেসবুকে একটি হুঁশিয়ারি উচ্চারণ করে। তাতে বলা হয়, কেন মহানবী (সাঃ)-কে কটাক্ষ করে ছবি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র? তারা তো সীমা লঙ্ঘন করেছে। তাদের জন্য কোন করুণা নেই। বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকাররা আসছে। আমাদের নাম তোমাদের ওয়েবসাইটে দেখার জন্য প্রস্তুত হও। তারা কোন ধরনের ওয়েবসাইট হ্যাক করবে তা-ও এখানে বলা হয়নি। এর পরই এক রিপোর্টে জানা গেছে, বিজিএইচএইচ এরই মধ্যে ‘ইনোসেন্স অব মুসলিমস’-এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ১৩টি ওয়েবসাইট বিকল করে দিয়েছে। ওই সব ওয়েবসাইট খুললেই সেখানে কালো একটি স্ক্রিন আসছে। তাতে লেখা বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস। আরও লেখা রয়েছে-আমেরিকা, আমাদের নবী (সাঃ)-কে অবমাননা বন্ধ করো। ইতালি সীমান্তে বাংলাদেশীদের হত্যা বন্ধ করো। মিয়ানমারে মুসলমানদের হত্যা বন্ধ করো। ফিলিস্তিনে মুসলমাদের হত্যা বন্ধ করো।