মতিঝিলে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিলঃ গ্রেফতার ২৫
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ৪ ডিসেম্বর (মঙ্গলবার) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানী ঢাকার মতিঝিলে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এছাড়া যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। ৩ ডিসেম্বর (সোমবার) বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ীর শহীদ-ফারুক সড়কে ওই বাসে আগুন দেয় একদল দুর্বৃত্ত।
তবে রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে প্রেসক্লাব, পল্টন ও মতিঝিল এলাকায় সকাল থেকেই ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ। রায়ট কার ও জলকামানও প্রস্তুত রাখা হয়।
এছাড়া পল্টনে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল থেকে কমপক্ষে ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। যুদ্ধাপারধের মামলায় আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে জামায়াত ও শিবির কর্মীরা। এসব ঘটনায় এ পর্যন্ত দেড়শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।