হালনাগাদ কার্যক্রম শেষঃ দেশে মোট ভোটার ৯ কোটি ২৭ লাখ ১৮ হাজার
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে হালানাগাদ জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৫ ডিসেম্বর সর্বশেষ তালিকা অনুযায়ী ৬৯ লাখ ১৮ হাজার ভোটার তালিকার্ভুক্ত হয়েছে। এ হিসেবে মোট ভোটার হয়েছে ৯ কোটি ২৭ লাখ ১৮ হাজার। এসব ভোটাররা আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার ভোটার বৃদ্ধির হার ৮ দশমিক ১ শতাংশ। ইসির দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য ২০০৮ সালে দেশে প্রথম ছবিযুক্ত ভোটার ও জাতীয় পরিচয়পত্র কার্যক্রম হাতে নেয়ার পর দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৮ কোটি ৫৮ লাখ। সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী এ সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ২৭ লাখ ১৮ হাজার। তবে সংসদ নির্বাচনের সুবিধার্তে হালনাগাদ কার্যক্রম শেষ হলেও নিবন্ধন কার্যক্রম চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনের আগ পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে কমিশন সূত্র নিশ্চিত করেছে। কমিশন সূত্রমতে, যাদের জন্ম ১৯৯৬ সালের ১ জানুয়ারি তাদেরকে এবং ২০১৩ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, এসব ব্যক্তিদের তালিকাভুক্তির লক্ষ্য স্থির করে কমিশন হালনাগাদ কার্যক্রম শুরু করে। এ হিসাবে ভোটার নিবন্ধনের লক্ষ্য নির্ধারণ করা হয় ৭০ লাখ। ভোটার বৃদ্ধির হার ধরা হয় ৭ দশমিক ৫ শতাংশ। তবে ৯৯ শতাংশ ভোটারের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে কমিশনের টার্গেট ছাপিয়ে ভোটার বেড়েছে ৮ দশমিক ১ শতাংশ।
গত ১০ মার্চ থেকে মাঠ পর্যায়ের কাজ শুরু করা হয় এবং নিবন্ধনের শেষ সময় ধরা হয় ১৫ ডিসেম্বর ‘১২। এই কার্যক্রমে ১৫৩টি টিমে প্রতিটিতে ৯টি করে মোট ১ হাজার ৩৭৭টি ল্যাপটপ সম্পৃক্ত ছিল। হালানাগাদ কার্যক্রমের অগ্রগতির তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, দেশের ৬৪টি জেলার ৫১২টি উপজেলায় নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ অনুযায়ী নতুন ভোটার নিবন্ধনের হার ৮ দশমিক ১ শতাংশ। ভোটার বৃদ্ধির হার অনুযায়ী মোট তালিকাভুক্তি হয়েছে ৬৯ লাখ ১৮ হাজার। এছাড়াও ফিঙ্গার প্রিন্ট পুনরায় নিয়ে পুনর্নিবন্ধন হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৪৮৬ জন, আবিতরণকৃত ৩৮ লাখ ১০ হাজার ৯২১টি পরিচয়পত্র বিতরণ, মৃত্যুজনিতকারণে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ৬ লাখ ৭০ হাজার ৪৫৭ জনকে, স্থানান্তর ৪ লাখ ৩১ হাজার ৪৯৯ জনকে, মাঠ পর্যায় থেকে ডাটা সংগ্রহ হয়েছে ৪৯৪টি উপজেলাতে, প্রাপ্ত ডাটা কেন্দ্রীয় সার্ভারে আপলোড হয়েছে ৪৩০টি উপজেলাতে এবং খসড়া ভোটার তালিকা যাচাইয়ের জন্য সিডি প্রদান করা হয়েছে সোয়া ৪শটি উপজেলা/থানাতে। ভোটার তালিকার কার্যক্রমকে স্বচ্ছ, সুন্দর ও একটি নির্ভুল তালিকা প্রণয়নের লক্ষ্যে সময়ে সময়ে মাঠ পর্যায়ে পরিদর্শন করেন কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বর্তন কর্মকর্তারা। এ তালিকায় দেখা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অপর চারজন নির্বাচন কমিশনার, কমিশন সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবসহ কমিশন সচিবালয় ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রসঙ্গত, আগামী ২০১৩ সালের ২৬ নভেম্বব থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।