কেশবপুরে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ
মিজানুর রহমান,কেশবপুর(যশোর) প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যশোরের কেশবপুর উপজেলায় ১৫২ টি প্রাইমারি, ৫৭টি মাদ্রাসা, ৭১টি মাধ্যমিক-নিম্ম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মধ্যে নব বর্ষের দিনে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। ১লা জানুয়ারি সকাল ১০টায় কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মঞ্জুর আলম। এ সময় উপস্থিত ছিলেন মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহ-সভাপতি বজলুর রহমান খান, প্রধান শিক্ষক নওশাদ আলীসহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। একই দিন উপজেলার দোরমুটিয়া দাখিল মাদ্রাসায় উপস্থিত থেকে বই বিতরণ করেন কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, অধ্যাপক নিজাম উদ্দিন, সুপার আবু তালেব, ইউপি মেম্বার মাষ্টার কামাল উদ্দিনসহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। একই দিন মানিকপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে বই বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঃ জব্বার, সভাপতি মেম্বার গৌতম রায়, প্রধান শিক্ষক আঃ হালিমসহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এভাবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টানে বিনামূলে নতুন বই বিতরণ করায় শিক্ষা প্রতিষ্টান গুলোতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
বই বিতরণ কালে বক্তাগন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ায় সরকারকে অভিন্দন জানান। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুপ্তি, তানিশা, শাওন্তি, দোরমুটিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আল আমিন, সুমাইয়া, জোবাইয়ের জানান তারা খুবই খুশি। পাশাপাশি বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পাওয়ায় অভিভাবক সমাজ সন্তোষ প্রকাশ করেছেন।