৪ যুগের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাঃ শৈত্যপ্রবাহে জনজবীন স্থবির,শীত আরও বাড়ার আশঙ্কা
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ গত কয়েক দিন ধরে দেশের একটি বড় অংশজুড়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে জনজবীন স্থবির হয়ে পড়েছে। প্রায় ৪ যুগের মধ্যে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে। আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানে সকালে তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৬৮ সালে সর্বনিম্ন তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কমপক্ষে আরও পাঁচদিন থাকতে পারে শীতের এ প্রকোপ। তাপমাত্রার আরও পতন আর শীতের প্রকোপ দুই-ই বাড়তে পারে আগামী দু’একদিনে। রাজধানী ঢাকায় বুধবার সকালে তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের তাপমাত্রার চেয়ে তা ২ দশমিক ৪ ডিগ্রি কম। বিভাগীয় শহরের মধ্যে বুধবার চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৬, রাজশাহীতে ৪ দশমিক ৪, খুলনায় ৭, বরিশালে ৬ দশমিক ৫, সিলেটে ৮ দশমিক ৪ ও রংপুরে ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা বিবেচনায়, দেশের কোনো কোনো অঞ্চলে এখন লন্ডনের চেয়েও বেশি শীত পড়ছে। আবহাওয়া বিভাগের উপপরিচালক শাহ আলম জানিয়েছেন, দেশ জুড়ে এখন যে শৈত্যপ্রবাহ চলছে তা আরও দু’তিন দিন চলবে। কিন্তু এ মাসের শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। হিমালয় অঞ্চলের নিকটবর্তী উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুর থেকে শুরু করে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলের এ তীব্র শীতের প্রকোপে কাবু হয়ে পড়েছে মানুষ। শাহ আলম আরও জানান, এ রকম তীব্র শীত মোকাবেলার মতো প্রস্তুতি দেশের মানুষের থাকে না। এ কারণেই মানুষকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।