নওগাঁয় মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত ৫
আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁ-রাজশাহী মহাসড়কের জলছত্র মোড় নামক স্থানে ১২ জানুয়ারী (শনিবার) সকাল সাড়ে ১১ টায় রোগীবাহী মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসীদের সুত্রে জানা যায়, নওগাঁর ধামইররহাট উপজেলার পশ্চিম চকভবানী গ্রামের মৃত বৈদ্যনাথ মুরমুর ছেলে রবিদাস মুরমু (৩৫)কে চিকিৎসার জন্য একটি মাইক্রোবাসে করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাচ্ছিল তার পরিবারের লোকজন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জলছত্র মোড় নামক স্থানে পৌছলে এ সময় মান্দা ফেরিঘাট থেকে ঢাকাগামী দ্রুতি পরিবহন (যার নং-বগুড়া-ব-৪২৭৫) যাত্রীবাহী বাস, রোগীবাহী মাইক্রোবাসের (যার নং- বগুড়া-ছ-১১-০০২০) মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায় এসময় ঘটনাস্থলে রবিদাস (৩৫) ও তার বড় ভাই বিশ্বনাথ (৪০) ঘটনাস্থলেই মৃত্যু হয়। মাইক্রোবাসে থাকা রবিদাসের স্ত্রী পারভিন দাস (৩০), বিশ্বনাথের স্ত্রী মাকলু মরমু (৩২), রবিদাসের চাচাত ভাই মিষ্টার জার্মান (৩০) ও প্রতিবেশী গোলজার ও রুবেল নামে আরও ৫ জন আহত হলে তাদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর থেকে স্থানিয় জনতা উত্তেজিত হয়ে ঘন্টাকাল নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখলে পরে মান্দা থানা পুলিশ পৌছার পর অবরোধ তুলে নিয়ে পরিস্থিতি শান্ত হয়।
অপরদিকে যাত্রীবাহী বাসটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার পথে নওহাটা ফাঁড়ি পুলিশ বাসটি আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। মান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।