১৪ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর জি এল পেরেজ আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। সম্প্রতি শ্রীলঙ্কার প্রধান বিচারপতিকে বরখাস্ত করাসহ দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বাংলাদেশকে জানাতে তিনি এ সফর করবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সূত্র আরো জানায়, প্রধান বিচারপতিকে বরখাস্ত করা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গণে সমালোচনার মুখে পড়েছে শ্রীলঙ্কা। ওই দেশটির বন্ধুরাষ্ট্র বাংলাদেশ বর্তমানে কমনওয়েলথ মিনিস্টারিয়াল অ্যাকশন গ্রুপের (সিম্যাগ) সভাপতি। তাই কমনওয়েলথভুক্ত দেশগুলোকে জানানোর অংশ হিসেবে সিম্যাগের সভাপতি রাষ্ট্রকে বিষয়টি জানানো গুরুত্বপূর্ণ। মূলত এ বিষয়ে আলোচনা করতেই তিনি ঢাকায় আসছেন। তবে এর পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে।