ঢাকায় খুব শিগগির এফবিআই এর একজন স্থায়ী প্রতিনিধি নিয়োগের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকায় খুব শিগগির একজন স্থায়ী প্রতিনিধি নিয়োগের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ তত্পরতা দমনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে এ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাস ৩০ জানুয়ারী (বুধবার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি ঢাকা সফরের সময় এফবিআইয়ের আন্তর্জাতিক কার্যক্রমবিষয়ক সহকারী পরিচালক মাইকেল এস ওয়েলশ তাঁদের এ পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরেছেন। এ সফরের সময় তিনি অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া আন্তদেশীয় অপরাধ ও সন্ত্রাস প্রতিরোধে দুই দেশের সহযোগিতার বিষয়ে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেন। মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে গত সপ্তাহে ওয়েলশ ঢাকা সফর করেন বলে উল্লেখ করা হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, তিনি ২৮ জানুয়ারি ঢাকায় আসেন। আর ঢাকা ছেড়েছেন ৩০ জানুয়ারী (বুধবার)। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এফবিআই ও বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশ্বজুড়ে অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী মিত্র। দুই পক্ষের মধ্যে যৌথ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে অনেক দিনের সম্পৃক্ততা রয়েছে। সহকারী পরিচালক ওয়েলশ আইনের শাসন প্রসারে এফবিআইয়ের অঙ্গীকার আরও জোরদার করতে শিগগিরই ঢাকায় একজন স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এই স্থায়ী প্রতিনিধি যৌথ তদন্ত প্রচেষ্টা এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ বিনিময়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে সহায়তা দেবেন। অংশীদার দেশের আহ্বানে এফবিআই বর্তমানে বিশ্বের ৭৫টির বেশি শহরে একজন লিগ্যাল অ্যাটাশে রেখেছে।