এসএসসি পরীক্ষাঃ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ
সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ৩ ফেব্রুয়ারি (রোববার) থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০১৩ সালের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট), দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। এ বছর মোট ১৩ লাখ তিন হাজার ২০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। যা গত বছরের তুলনায় ১ লাখ ১৬ হাজার ৪৬৫ জন কম। প্রথম দিন বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হবে ৫ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ৬ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে বাধ্যতামূলকভাবে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এ বছর যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে তারা ২০১০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। দু’দিন আগে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এসব তথ্য প্রকাশ করেন। এ বছর পরীক্ষায় অংশ নেয়া ছাত্রের সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ২৬৮ জন। ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন। সারাদেশে মোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৭৫৮টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৭৩টি। আগামী মে মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।