রাজধানীতে শিবিরের ঝটিকা তাণ্ডবঃ এসবিডি সম্পাদক আহত,গ্রেফতার ৩০

রাজধানীতে শিবিরের ঝটিকা তাণ্ডবঃ এসবিডি সম্পাদক আহত,গ্রেফতার ৩০

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানীর কয়েকটি স্থানে শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা তাণ্ডব চালিয়েছেন। এ সময় পুলিশ ও শিবিরকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কারওয়ান বাজারে একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। ভাঙচুর হয় বেশ কয়েকটি গাড়ি। কারওয়ান বাজারে শিবির ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে এবং ফাঁকা গুলি ছোড়ে। এ সময় মিছিল থেকে শিবিরকর্মীরা ইটপাটকেল ছোড়েন। এ ঘটনার সময় কারওয়ান বাজারে প্রথমা প্রকাশনা সংস্থার কার্যালয় থেকে বেরিয়ে অধ্যাপক আনিসুজ্জামান ও ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান গাড়িতে করে অন্যত্র যাচ্ছিলেন। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায় তাঁদের গাড়িটি। এতে গাড়ির কাচ ভেঙে যায়। মতিউর রহমান হাতে আঘাত পান। তবে এখন দুজনই সুস্থ আছেন। কারওয়ান বাজারের ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। পান্থপথ ও গ্রিন রোড এলাকায় শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এসবিডি নিউজ24 ডট কম এর সম্পাদক শুভাশিস ব্যানার্জি আহত হন। তিনি বাম পা এবং কোমরে আঘাত পেয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু ফাঁকা গুলি ছোড়ে। শিবিরকর্মীদের ছোড়া ইটপাটকেলে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মতিঝিলে সিটি সেন্টারের সামনে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল করার উদ্দেশ্যে জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করলে তাঁরা বিভিন্ন অলিগলিতে ঢুকে যায়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
এদিকে বেলা দেড়টার দিকে নটরডেম কলেজের সামনের সড়কে জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করে। তাঁরা পোশাক কারখানার ঝুটে আগুন দেয়। এ সময় পুলিশ তাঁদেরকে ধাওয়া করে। পুলিশের মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, পুলিশ ২৫-৩০ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে।

নিজস্ব প্রতিনিধি