অন্তিম শায়নে রাজিব হায়দার
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ব্লগার এবং শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা রাজিব হায়দারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে শাহবাগে প্রজন্ম চত্বরে। ড. সৈয়দ এমদাদ উদ্দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে জানাজা নামাজ পড়ান। এ সময় শাহবাগ থেকে টিএসসি, রূপসী বাংলাসহ আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। এর আগে জাতীয় পতাকা নেড়ে রাজিবের মরদেহে শ্রদ্ধা জানায় উপস্থিত জনতা। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে রাজিবের কফিনে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় রাজিবের মামা মুক্তিযোদ্ধা আলম হায়দারসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজার আগে আলম হায়দার বলেন, ‘এখানে যারা উপস্থিত তাদের হাতে এ লাশ দিয়ে গেলাম। তারাই এ হত্যাকাণ্ডের বিচার করবে। এ লাশ এ প্রজন্মের লাশ। একাত্তরের ঘাতকদের এত সাহস আসে কোথা থেকে?’ তিনি ঘাতকদের উদ্দেশ্যে বলেন, ‘সাহস থাকে যদি তাহলে প্রজন্ম চত্বরে এসে আমাকে মার।’ ব্লগার ডা. ইমরান হায়দার বলেন, ‘আজ আমাদের সামনে আমাদেরই এক সহকর্মীর লাশ। এ অবস্থায় বক্তব্য দেয়ার মতো মানসিকতা আমাদের নেই। মুক্তিযুদ্ধ প্রজন্মের যে কোনো অনুষ্ঠানে রাজিবকে ডাকতে হত না। সে নিজ উদ্যোগে চলে আসতো। আমরা তার খুনিদের ফাঁসি চাই। আমাদের নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ চলবে।’ এ সময় উপস্থিত সবাই মুষ্ঠিবদ্ধ হাত উপরে তুলে রাজিব হত্যার সুষ্ঠু বিচারের জন্য আজীবন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন। জানাজার পর রাজিবের মরদেহ মিরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।