আমরা কারো ভিক্ষা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাইঃ প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনে অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, সরকার একটি অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেখানে জনগণ ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে শান্তিপূর্ণভাবে সমঅধিকার ভোগ করবে এবং জনগণের বিশ্বাস ও অনুভূতিতে কেউ আঘাত করবে না।’
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আইএমএলআই) চারদিনের কর্মসূচি উদ্বোধনকালে একথা বলেন শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং আইএমএলআই’র মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলীও বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশিদ হায়দার ‘নোবেল পুরস্কার থেকে শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন। শেখ হাসিনা আরও বলেন, ‘তার সরকার স্বাধীনতাকে অর্থবহ করার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিজ্ঞানভিত্তিক একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিজ্ঞানভিত্তিক আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে চাই।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা কারো ভিক্ষা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই এবং আমাদের নিজেদের উদ্যোগে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।’ প্রধানমন্ত্রী বলেন, ‘দৃঢ়ভাবে বিশ্বাস করেন ২০২১ সালে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি মর্যাদাশীল দেশ হিসেবে অধিষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘যেভাবে আমরা রক্তের বিনিময়ে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন করেছি, ইনশা আল্লাহ সেভাবে এটিও অর্জন করবো। বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, পৃথিবীর কোনো শক্তি বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না।’