বগুড়ায় প্রজন্ম চত্বর ভাংচুর ও অগ্নিসংযোগ ।। বিক্ষিপ্ত সংঘর্ষ, গ্রেফতার ১০
চপল সাহা,বগুড়া থেকে এসবিডি নিউজ24 ডট কমঃ ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে বগুড়ায় সমমনা ইসলামী দলের নেতাকর্মীদের হামলায় সাতমাথা প্রজন্ম চত্বর ভাংচুরের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে প্রজন্ম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রজন্ম চত্বরের এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সমমনা ইসলামী দল কর্তৃক এই হামলা ও ভাংচুরকারীদের গ্রেফতারের দাবি করেন। এছাড়াও প্রজন্ম চত্বর ভাংচুর করার প্রতিবাদে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান প্রজন্ম চত্বরের সংগঠক মাসুদুর রহমান হেলাল। তাদেরকে প্রত্যাহার করা না হলে আগামী রোববারে বগুড়ায় সকাল-সন্ধায় হরতালের ঘোষনা দেয়া হয়। অপরদিকে, ইসলামী সমমনা দল বগুড়া শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রজন্ম চত্বরের মঞ্চ, আওয়ামী লীগ অফিস এবং দোকান ভাংচুর করেছে। এঘটনায় ১ পুলিশ আহত এবং পুলিশের হাতে ১০ জন গ্রেফতার হয়। শুক্রবার জুম্মার নামাজ পর বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদ থেকে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এর পর বিভিন্ন মসজিদ থেকে ইসলামী সমমনা দল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সাতমাথায় জমায়েত হয়। পরে তারা সাতমাথায় প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। এছাড়াও জেলা আওয়ামীলীগ অফিস এর প্রধান গেট ও সামনে রাখা বেশ কিছু চেয়ার টেবিল এবং দোকান ভাংচুর করে। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারসেল, রাবার বুলেট ও গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ সেখান থেকে ১০ জন গ্রেফতার করে।