নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তার পুত্রের লাশ উদ্ধারঃ ৯ মার্চ সাংস্কৃতিক জোটের হরতাল আহ্বান

নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তার পুত্রের লাশ উদ্ধারঃ ৯ মার্চ সাংস্কৃতিক জোটের হরতাল আহ্বান

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মোহাম্মদ তৌকির লাশ ৮ মার্চ (শুক্রবার) বেলা পৌনে ১১টার দিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল ৯ মার্চ (শনিবার) নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সাংস্কৃতিক জোট। তানভীর শহরের চাষাঢ়ায় অবস্থিত ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেলের পরীক্ষার্থী ছিল। গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে আজ পুলিশ তাঁর উদ্ধার করে। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ছেলের লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তানভীরের মরদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা দেখা হচ্ছে বলেও তিনি জানান। রফিউর রাব্বি জানান, গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তানভীর শহরের শায়েস্তা খান সড়কের পুরাতন কোর্ট রোডের বাসা থেকে বের হয়। অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

নিজস্ব প্রতিনিধি