গণজাগরণ মঞ্চঃ এবার ঢাকার বাইরের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকার পর এবার বাইরের কর্মসূচি ঘোষণা দিল ‘গণজাগরণ মঞ্চ’। ৮ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় শাহবাগের প্রজন্ম চত্বরে নারী জাগরণ সমাবেশে ‘গণজাগরণ মঞ্চের’ মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা দেন। নতুন এ কর্মসূচি শুরু হবে ১০ মার্চ থেকে আর চলবে ১৬ মার্চ পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে- ১০ মার্চ (রোববার) বিকেল ৩টায় রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের চৌরাস্তায় সমাবেশ, ১৩ মার্চ সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং একইদিন বিকেলে চট্টগ্রামের লালদিঘী ময়দানে মহাসমাবেশ, ১৫ মার্চ ঢাকার আশুলিয়ায় সমাবেশ এবং ১৬ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াত-শিবিরের অপতৎপরতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ।
ইমরান এইচ সরকার তার বক্তব্যে বলেন, ‘এ কর্মসূচি বাস্তবায়নে আমাদের ঐকবদ্ধ হতে হবে।’ নারী দিবস সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশে এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য- ‘নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার’। তথ্যের এ অধিকার প্রাপ্তিই আজকের আন্দোলনের একটি মূল স্তম্ভ।’ এছাড়া ইমরান এইচ সরকার তার বক্তব্যের শেষে শপথ পাঠ করান। শপথে বলা হয়, সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির রায় ও তা কর্যকর করা। এছাড়া জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে এবং যুদ্ধাপরাধীদের সব গণমাধ্যম ও সব অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান বর্জন করা হবে।