নওগাঁর মহাদেবপুরে কাবিখা প্রকল্পের পুরো অর্থ আত্মসাৎ করায় এলাকায় ব্যাপক তোলপাড়
আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর মহাদেবপুর হাতুড় ইউনিয়নে কাবিখা প্রকল্পের কোন কাজ না করেই পুরো অর্থ আত্মসাৎ করার ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, চলতি অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ওই ইউনিয়নের চকচকি গ্রাম থেকে শাবইল গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কারের জন্য ১৯ মেঃ টন চাল বরাদ্দ হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা হলেও প্রকৃত রাস্তার কোন সংস্কার হয়নি। যেটুকু সংস্কার হয়েছে তা লোক দেখানো কাজ বলে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া একই ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের পাইকরতলা থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ১২ মেঃ টন চাল বরাদ্দ হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় প্রায় ৩ লাখ টাকা। কিন্তু এ রাস্তার কোন কাজ বা সংস্কার হয়নি। এ ঘটনায় প্রকল্প দুটির চেয়ারম্যান ইউপি সদস্য আব্দুল কাদের ও মহিলা মেম্বার রায়মনির সাথে যোগায়োগ করা হলে তারা বলেন, কোন কিছু জানার থাকলে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন। তাছাড়া টন প্রতি ৫’শ টাকা করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী ইসমাইল হোসেনকে দিতে হয়েছে। তারা আর কোন কথা বলতে রাজী হননি। অপরদিকে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ করি আর নাইবা করি আমি কাউকে কৈফিয়ত দেয়না। পত্রিকায় আপনাদের যা খুশি লিখতে পারেন।