ইসলামী আইন বাস্তবায়ন আদালতের চিঠিঃ বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদ ও ইউএনও’র কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকী!

ইসলামী আইন বাস্তবায়ন আদালতের চিঠিঃ বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদ ও ইউএনও’র কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকী!

শেরপুর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। ইসলামী আইন বাস্তবায়ন আদালতের পক্ষে অজ্ঞাত ব্যক্তির অস্পষ্ট স্বাক্ষর সম্বলিত একটি চিঠিতে এমন ঘোষণা দেয়া হয়। একইসঙ্গে উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুকে হত্যাসহ তাঁর সরকারি গাড়ি ধ্বংস, চেয়ারম্যানের অফিস সহকারির হাত-পা কেটে ফেলা ও চোখ অন্ধ করে দেয়ার ঘোষণাও দেয়া হয় ওই চিঠিতে। এসব আদেশ যে কোন মুহুর্তে কার্যকর করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। গেল কয়েকদিন ধরে অব্যাহতভাবে এমন একটি চিঠি রেজিষ্ট্রি ডাকযোগে উপজেলা পরিষদের জনপ্রতিনিধি এবং বিভিন্ন কর্মকর্তা বরাবর আসছে। এদিকে এসব চিঠি পাওয়ার পর থেকে জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্নদপ্তরে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারিরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। অন্যদিকে এ ধরনের একটি চিঠি প্রাপ্তির পর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আজমী আর পারভীন শান্ত্বনা গত ২৫মার্চ শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং ১১৪৩। পাশাপাশি একইদিন পুলিশের পক্ষ থেকে চিঠির বিস্তারিত বর্ণনা তুলে ধরে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আতোয়ার রহমান আরেকটি সাধারণ ডায়েরি করেন। যার নং ১১৪৯।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরাসরি আমার দপ্তরের নামে এমন কোন চিঠি আমি ২৮ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত পাইনি। তবে এরই মধ্যে উপজেলার বিভিন্নদপ্তরে নিয়োজিত একাধিক কর্মকর্তা চিঠিটি পেয়েছেন বলে তিনি স্বীকার। তবে বর্তমান পরিস্থিতে চিঠির বিষয়টি কোন ভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আজমী আর পারভীন শান্ত্বনার প্রাপ্ত চিঠিটির উদ্ধৃতি দিয়ে এই কর্মকর্তা বলেন, চিঠির ভাষা অত্যন্ত ভয়ঙ্কর ও উদ্বেগজনক। তাই বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় পুলিশ প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে। এছাড়া উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে বলে এই কর্মকর্তা দাবি করেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, উক্ত চিঠির ঘটনায় ইতিমধ্যেই থানায় দু’টি সাধারণ ডায়েরি করা হয়েছে। একইসঙ্গে চিঠি প্রেরণকারী হুমকিদাতা চক্র ও তাদের উদ্দেশ্যে সম্পর্কে জানতে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত কাজ চলছে বলে এই পুলিশ কর্মকর্তা দাবি করেন।

এসবিডি নিউজ ডেস্ক