‘শহীদ রুমী স্কোয়াড’ থেকে গণঅনশন কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ২৯ মার্চ (শুক্রবার) থেকে গণঅনশন কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছে ‘শহীদ রুমী স্কোয়াড’-এর অনশনরত সদস্যরা। ২৮ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানী শাহবাগ গণজাগরণ চত্বরের জাতীয় জাদুঘরের সামনে অনশন কর্মসূচিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণজাগরণ মঞ্চের আলটিমেটাম পেরিয়ে যাওয়ার পরও জামায়াত-শিবির নিষিদ্ধ না করায় তারা এই আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, শহীদ রুমী স্কোয়াড একটি উন্মুক্ত সংগঠন। এর অনশন কর্মসূচি নিয়ে ফেসবুকে বিভিন্ন কুৎসা রটনা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ছাড়া বিভিন্ন জেলায় প্রতীকী অনশনের মাধ্যমে এ কর্মসূচির সঙ্গে সংহতি জানানোর আহ্বান জানানো হয়। যারা সশরীরে অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান তাদের শহীদ রুমী স্কোয়াড-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে গণজাগরণ মঞ্চ ২৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয়। গণজাগরণ মঞ্চের আল্টিমেটাম পেরিয়ে গেলেও সরকার কোনো ব্যবস্থা না নেয়ায় ২৬ মার্চ রাত সাড়ে ১০টা থেকে শহীদ রুমী স্কোয়াড অনশন কর্মসূচি শুরু করে।