কেশবপুরে মৎস্যঘেরে বিষ প্রয়োগে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন
মিজানুর রহমান,কেশবপুর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা বিলের মাহাতাপ উদ্দিন বিশ্বাসের মৎস্যঘেরে ২৯ মার্চ (শুক্রবার) ভোরে বিষ প্রয়োগে ৩ লক্ষাধিক টাকার মাছ মেরে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘের মালিক হিজলডাঙ্গা গ্রামের জাহান আলী মোড়ল নামে এক ব্যক্তিকে দায়ী করে থানায় অভিযোগ করেছেন। মৎস্যঘের মালিক মাহাতাব উদ্দিন জানান, খুব ভোরে হিজলডাঙ্গা গ্রামের জায়েদ মোড়লের পুত্র জাহান আলী মোড়ল এ বিষ প্রয়োগ করেছে বলে জনৈক ব্যক্তি দেখতে পান। তিনি বলেন, এ ঘটনার ৮-১০ দিন আগে উল্লেখিত জাহান আলী তাকে মারপিট করে। সে ওই ঘেরে তাকে সংযুক্ত করার জোর দাবি করে আসছিল বেশ কিছুদিন থেকে। কিন্তু তাকে ওই ঘেরে অন্তর্ভুক্ত না করার ক্ষোভে সে মারপিট সহ বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে বলে দাবি করেন মৎস্যঘের মালিক মাহাতাব উদ্দিন।