রুমী স্কোয়াডে আমরণ অনশনঃ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ৬ তরুণ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ শাহবাগে শহীদ রুমী স্কোয়াড-এর সদস্যদের আমরণ অনশন থেকে ছয়জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৩০ মার্চ (শনিবার) রাত ৮টা ১০ মিনিটে তাদেরকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- সাদাত হাসান নিলয়, রুবায়েত আদনান দীপ, মানিক সূত্রধর, আলিফ প্রধান, শুভ্র মাহমুদ জ্যোতি ও রায়হান। এর আগে বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনশনস্থলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হলে প্রধানমন্ত্রী বরাবর দাবি পেশ করে স্মারকলিপি দেবেন অনশনকারীরা। সংবাদ সম্মেলনে রুমী স্কোয়াডের মুখপাত্র সেঁজুতি শোণিমা নদী বলেন, আমাদের অনশন ১০০ ঘণ্টা পূর্ণ হলে আমরা প্রধানমন্ত্রী বরাবর আমাদের দাবি পেশ করব। এরপর রাষ্ট্রপক্ষ যদি এব্যপারে কোন সুনির্দিষ্ট নির্দেশনা আমাদের না দেয় তাহলে আমরা আমরণ অনশনে যাব। তিনি আরও বলেন, ৩১ মার্চ গণজাগরণ মঞ্চের স্পিকার বরাবর স্মারকলিপি পেশের সময় আমাদের শরীর হয়তো যেতে পারবে না, কিন্তু আমাদের ২০টি প্রাণই সেখানে গণজাগরণের সঙ্গে যাবে।