রাত সাড়ে ৮টায় ১৮ দলীয় জোটের বৈঠক

রাত সাড়ে ৮টায় ১৮ দলীয় জোটের বৈঠক

মোক্তার হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয়  জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন জোটনেত্রী বেগম খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ৩১ মার্চ (রোববার) রাত সাড়ে আটটায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, রাতে গুলশানের কার্যালয়ে জোটের বৈঠকের পর হরতালসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।  অপর একটি সূত্রে জানা গেছে, নতুন কর্মসূচির মধ্যে আগামী সপ্তাহে অন্তত দু’দিনের হরতাল থাকতে পারে। এছাড়া এ সপ্তাহে একদিনের হরতাল দেয়ার গুঞ্জন শোনা গেলেও জোটের কোনো নেতা বিষয়টি নিশ্চিত করেননি।  গত ২৭ ও ২৮ মার্চ দু’দিনের হরতাল শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ১৮ দলীয় জোটের বৈঠকের পর নতুন কর্মসূচি দেব।’ ৩০ মার্চ (শনিবার) নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেও তিনি একই কথা বলেন। জোটে নেতাদের মুক্তি, সরকারের পদত্যাগ, পুলিশের গণহত্যা বন্ধ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সর্বশেষ গত ২৭ ও ২৮ মার্চ দু’দিন ১৮ দলীয় জোটের ডাকে হরতাল পালিত হয়।

নিজস্ব প্রতিনিধি