নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রক্তচাপ নিয়ন্ত্রণ যার, নিরাপদ জীবন তাঁর এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বর্নাঢ্য র্যালী ও সেমিনারের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ৭ এপ্রিল (রবিবার) সকালে সদর পুরাতন হাসপাতাল থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নার্স ট্রেনিং ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে র্যালীটির উদ্ধোধন ও সেমিনারে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ এনামুল হক। জেলা সিভিল সার্জন অফিস এর আয়োজন করে। পরে নার্স ট্রেনিং ইন্সটিটিউট মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। নওগাঁর ভারপ্রাপ্ত সির্ভিল সার্জন ডাঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম সিদ্দিকী, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এমদাদুল হক, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আনিছার রহমান, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, আপোসের নির্বাহী পরিচালক শহীদুল আলম, অগ্রযাত্রার নির্বাহী পরিচালক রায়হান আলম, সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার, লাইট হাউসের ম্যনেজার আঃ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন। র্যালী ও সেমিনারে সরকারী বে-সরকারী কর্মকর্তা ও নার্স ট্রেনিং ইন্সটিটিউট এর ছাত্রীসহ সহস্রাধিক লোক অংশ গ্রহন করেন।