নাফ নদীর শাহপরী দ্বীপের বদরমোকাম চ্যানেলে আটকে পড়েছে সি ট্রাকঃ ১৫০০ পর্যটকের জীবন অনিশ্চিত
এসবিডি নিউজ 24 ডট কম,ডেক্সঃ টেকনাফ-সেন্ট মার্টিন সমুদ্রপথের সি ট্রাক সোনার গাঁ প্রায় দেড় হাজার পর্যটক নিয়ে বর্তমানে নাফ নদীর শাহপরী দ্বীপের বদরমোকাম চ্যানেলে আটকে আছে। টেকনাফ থেকে ছেড়ে আসা সিট্রাকটি এর আগে নিখোঁজ হয়ে যায়। তবে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন হ নাজিমুদ্দিন জানিয়েছেন, সিট্রাকটি নৌবাহিনী ঘিরে রেখেছে। কাল সকালে জোয়ারের সময় সেটি ছাড়া না পেলে যাত্রীদের সরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।
সি ট্রাকের যাত্রীরা সংবাদ মাধ্যমকে মোবাইল ফোনে জানান, বিকল হওয়া দুটি ইঞ্জিনের একটি ইঞ্জিন চালু করে সি ট্রাকটি টেকনাফের উদ্দেশ্যে রওনা দিলেও পথ হারিয়ে ফেলেছে সেটি। রাত ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সি ট্রাকটির অবস্থান জানা সম্ভব হয়নি। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসানের নের্তৃত্বে তিনটি স্পিড বোটে বিজিবি সদস্যেরা সি ট্রাকটির বর্তমান অবস্থান জানার জন্য বঙ্গোপসাগরে অনুসন্ধান চালান।
১৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে নয়টার দিকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায় সি ট্রাক সোনার গাঁ। বিকেল সাড়ে তিনটার দিকে সি ট্রাকটি আবার টেকনাফের উদ্দেশে যাত্রা করলে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে আটকা পড়ে।
এ প্রসঙ্গে সি ট্রাক সোনার গাঁয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব তোফায়েল আহমেদ বৃহস্পতিবার বিকেলে বলেন, জাহাজের দুটি ইঞ্জিনই বিকল হয়ে পড়েছে। তিনি জানিয়েছিলেন, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
যাত্রীরা অভিযোগ করেছেন, সি ট্রাকটি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করছিল। সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।