হরতালের নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে তাদের কাউকে ছাড় দেয়া হবে নাঃ আইন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “হরতালের নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে বিরোধী দলীয় নেত্রীকেও ছাড় দেয়া হবে।” ১১ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। কামরুল বলেন, “আজকে যে হত্যাযজ্ঞ, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে তার দায়ভার বিএনপির শীর্ষ নেতাদের বহন করতে হবে। শুধু প্রত্যক্ষভাবেই অংশগ্রহণ করলেই অপরাধী হয় না এবং কেবল তাকেই আসামি করতে হবে এমন কোনো কথা নেই। যারা পরিকল্পনা করে, নেপথ্যে থেকে কলকাঠি নাড়ে তাদের বিরুদ্ধেও আইন আমলে নেয়া হবে।” ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো: আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, ঢাকা মহানগর দক্ষিন শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, মনির হোসেন মোলা মঞ্জু, দিপন আলী, বাদল হোসেন প্রমুখ।