হেফাজতে ইসলামের আমীরের চিঠিতে মাহমুদুর রহমান অনশন ভাঙলেন!
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ অবশেষে অনশন ভাঙলেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর অনুরোধে সোমবার বিকেলে তিনি অনশন ভেঙেছেন বলে জানা গেছে। ২২ এপ্রিল (সোমবার) মাহমুদুর রহমানের উদ্দেশ্যে একটি চিঠি পাঠায় আল্লামা শফী। এরপরই অনশন ভাঙলেন তিনি। চিঠিতে অনশন ভাঙার অনুরোধ করে আল্লামা শফী লিখেছেন, “আপনি যে আন্দোলন শুরু করেছেন তা এদেশের কোটি কোটি তৌহিদী জনতার আন্দোলন। দেশ ও ঈমানের স্বার্থে আপনাকে এদেশের তৌহিদী জনতার খুবই প্রয়োজন।” চিঠিতে সরকারের উদ্দেশ্যে মাহমুদুর রহমানকে মুক্তির দাবি করে লেখা হয়, “আমরা মনে করি সম্প্রতি নাস্তিক ব্লগারদের মুখোশ উম্মোচন করায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।” এর আগে মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম ও তার স্ত্রী ফিরোজা আক্তার অনুরোধ করলেও তিনি অনশন ভাঙেননি। মায়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, ১৯ জন প্রেস কর্মীর মুক্তি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেয়ার দাবিতে ১৫ এপ্রিল থেকে তিনি অনশন শুরু করেন।
উল্লেখ্য, ১১ এপ্রিল আমার দেশ পত্রিকা কার্যালয় থেকে আটক করা হয় মাহমুদুর রহমানকে। পরে ৩টি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।