বগুড়া জামায়াতের ঢিলেঢালা হরতাল পালিত ॥ ট্রাকে আগুন ॥ ককটেল বিস্ফোরণ ॥ গ্রেফতার ৬

বগুড়া জামায়াতের ঢিলেঢালা হরতাল পালিত ॥ ট্রাকে আগুন ॥ ককটেল বিস্ফোরণ ॥ গ্রেফতার ৬

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ বগুড়ায় জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকালে শহরতলির ছিলিমপুরে আগুন দিয়ে একটি ট্রাক জ্বালিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ দিগন্ত টিভির ক্যামেরাম্যান সেলিম ও ভিডিও ক্যামেরাম্যান লালমিয়ার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। পিকেটাররা শহরে স্টেশনে রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। জামিলনগর ও সেউজগাড়ীতে ৮/১০টি ককটেল বিস্ফোরণ করেছে। পুলিশ বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় জামায়াত-শিবিরের ৫ জনকে গ্রেফতার করে। এরা হলো; হারুনুর রশিদ, আব্দুল কাদের, আব্দুর রাজ্জাক, আবদুর রহমান ও গোলাম আজম। এদিকে হরতাল চলাকালে রিকশা, সিএনজি ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। অফিস-আদালতে কাজ হয়েছে। সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, জামায়াতের আধাবেলা হরতালের কারণে শহরতলির ছিলিমপুরে বগুড়া ফিলিং স্টেশনের সামনে একটি তরমুজ বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১৬৭৮৪) আটকা পড়ে। ২৮ এপ্রিল (রোববার) সকাল পৌনে ১০টার দিকে দিগন্ত টিভির ক্যামেরাম্যান সেলিম, ক্যামেরাম্যান লাল মিয়া ও অজ্ঞাত একজন মোটরসাইকেলে সেখানে যায়। অজ্ঞাত ওই ব্যক্তি ও অন্যরা ট্রাক চালককে বেদম মারপিট করে। এরপর পেট্টল ঢেলে ট্রাকে আগুন দেয়। আগুন জ্বালানোর দৃশ্য ওই দুই ক্যামেরাম্যান ভিডিও করে। ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। রক্তাক্ত ট্রাক চালককে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশকে দেখে ক্যামেরাম্যান সেলিম ও লালমিয়া মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এসবিডি নিউজ ডেস্ক