দুপচাঁচিয়ায় রাতে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভষ্মিভূতঃ ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার দুপচাঁচিয়ায় গত ২৮ এপ্রিল (রোববার) রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবী করেছেন এতে তাদের প্রায় ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় নিউ দুলালী দই এন্ড মিষ্টির দোকান থেকে আগুনের প্রথম সূত্রপাত হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পুলিশও সাংবাদিকদের পক্ষ থেকে বগুড়া দমকল বাহিনীকে খবর দিলে প্রায় আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে নিতে সক্ষম হলেও তালাবদ্ধ ৩টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়। ভষ্মিভূত ৩টি দোকানের পার্শ্বে কালামের চায়ের দোকান ও নয়ন বাবু স্টোর খোলা থাকায় তাঁরা দ্রুত দোকানের মালামাল সরে নিলেও তাঁদের আংশিক ক্ষতি হয়। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অন্য ২’টি দোকান হলো শিহাব গার্মেন্টস ও মোখলেছার স্টোর। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে বলে দমকল বাহিনী প্রাথমিকভাবে জানিয়েছে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সহায়তায় আগুন নিভানো সম্ভব হয়েছে। দোকান ৩টির সব মালামাল পুড়ে গেছে।