সাতক্ষীরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষঃ নিহত ১, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় ৩০ এপ্রিল (মঙ্গলবার) বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তালা সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও ইউপি সদস্য ইনছার গোলদার (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান বদরুলকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, তালা উপজেলা কৃষকদলের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে পাটকেল ঘাটায় বিএনপি কার্যালয়ে দুপুরে কর্মীসভা শুরু হয়। এতে জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলুসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন। সভা চলাকালে তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান, খালিদ হোসেনের নেতৃত্বে আব্দুল মজিদ, সেলিম, ইসমাইলসহ ২০ থেকে ৩০ জনের বিএনপির অপর একটি গ্রুপ সেখানে হামলা চালায়। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হামলাকারীরা সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু (৪৫) ও তালা সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও ইউপি সদস্য ইনছার আলী গোলদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সংঘর্ষে আরও ১০ জন আহত হন। এ সময় বিএনপি কার্যালয়ের চেয়ার টেবিলও ভাঙচুর করা হয়। মারাত্মক আহত ইনছার গোলদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, চেয়ারম্যান বদরুজ্জামানকে গ্রেফতার ও বিচারের দাবিতে পাটকেলঘাটা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রতিপক্ষ।
এ প্রসঙ্গে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, সন্ধ্যায় চেয়ারম্যান বদরুজ্জামানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।