প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যানঃ ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা ঘেরাও কর্মসূচি

প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যানঃ ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা ঘেরাও কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ৫ মে’র ঢাকা ঘেরাও কর্মসূচি স্থগিতের প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম। ৩ মে (শুক্রবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শেষে তাৎক্ষনিক এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয়।” তিনি বলেন, “হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি পূরণের প্রতি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কোন ঘোষণা না আসায় আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করছি। হেফাজত তাদের কর্মসূচি অব্যাহত রাখবে।”

ঢাকা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবার জন্য হেফাজতের আমির আল্লামা শাহ আহমেদ শফি শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে বিমানযোগে ঢাকা পৌঁছেছেন। আল্লামা শফির সফরসঙ্গী হিসেবে হেফাজতে ইসলামের মহাসচিব হাফেজ জুনায়েদ বাবুনগরীও ঢাকা পৌঁছেছেন বলে হেফাজত সূত্র নিশ্চিত করেছে।

নিজস্ব প্রতিনিধি