নাশকতার আশঙ্কাঃ সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে

নাশকতার আশঙ্কাঃ সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশ ও নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবি আদায়ে হেফাজতে ইসলামের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি সামনে রেখে রাজধানীসহ সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ জানায়, যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পুলিশের পাশপাশি সার্বক্ষণিক টহলের দায়িত্ব পালন করবে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। কোনো প্রকার নাশকতা বা পূর্বের মতো বড় ধরনের সহিংসতা শুরু হলে তাৎক্ষণিক বিজিবি মোতায়েন করা হবে। ৩ মে (শুক্রবার) সকালে রাজধানীর লালবাগ মাদ্রাসায় হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি আদায়ের লক্ষে ঢাকা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। অবরোধ কর্মসূচি পালনের সময় বড় ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে বলে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে। গোয়েন্দা সংস্থাটির সূত্র জানায়, সরকারবিরোধী একটি গোষ্ঠী দেশের পরিস্থিতি অশান্ত করতে বড় ধরনের ঝামেলা পাকাতে পারে। এমনকি শক্তিশালী বোমা বিস্ফোরণ করা হতে পারে।

ডিএমপি সূত্র জানায়, ৪ মে (শনিবার) ১৮ দলীয় জোটের সমাবেশের পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলামের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি। এ দুটি রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ কাজে লাগাতে পারে স্বাধীনতা বিরোধীশক্তি। এমন তথ্যের ভিত্তিতে ডিএমপি ও পুলিশ সদর দফতর থেকে সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে চিহ্নিত স্থান ও ব্যক্তিকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। ঢাকা মহারনগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার নুরুন্নবী বলেন, বিএনপির সমাবেশ স্থল ও এর আশপাশে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও ডিএমপির ক্রাইম ডিভিশন রমনা ও মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে। গোটা রাজধানীতে পুলিশ থাকবে সতর্ক অবস্থায়। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নগরীর বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন সময় ককটেল ও হাত বোমায় গ্রেফতারকৃতদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তাদের তালিকা ধরেও গ্রেফতার অভিযান পরিচালনা করা হবে।

বিশেষ প্রতিনিধি