আপনারা এখানেই আমার নিরাপত্তা দিতে পারছেন না, রাস্তায় কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেনঃ আল্লামা শফি

আপনারা এখানেই আমার নিরাপত্তা দিতে পারছেন না, রাস্তায় কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেনঃ আল্লামা শফি

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি নিরাপত্তাহীনতার আশঙ্কায় আজিমপুর থেকে লালবাগে ফেরত গেলেন। শাপলা চত্বরের সমাবেশে যোগ দেয়ার উদ্দেশে মাগরিবের পর কড়া পুলিশি প্রহরায় লালবাগ থেকে মতিঝিলের উদ্দেশে রওয়ানা দেন তিনি। আহমদ শফিকে বহনকারী পাজেরো জিপের আগে হেফাজতের কর্মীরা মিছিল নিয়ে অগ্রসর হতে থাকেন। নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাজেরোর পেছনে পুলিশের তিনটি গাড়ি ছিল। গাড়িবহরসহ মিছিলটি আজিমপুরে পৌঁছালে পুলিশ আল্লামা শফিকে বহনাকারী পাজেরো জীপ নিয়ে দ্রুত চলে আসার চেষ্টা করে। এ সময় মিছিলে অংশ নেয়া হেফাজতের নেতাকর্মীরা বাধা দেয়। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করলে নেতাকর্মীরা আশঙ্কা প্রকাশ করেন যে, তাদের আমিরকে গ্রেফতার অথবা গুম করা হতে পারে। সমাবেশে নেয়া হচ্ছে এমন নিশ্চয়তা না পেয়ে তারা মিছিলসহ যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এ সময় ছাত্রলীগের একটি মিছিল থেকে গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে হেফাজতের কর্মীরা অভিযোগ করেন। এ ঘটনায় আল্লামা শফি পুলিশকে প্রশ্ন করেন, ‘আপনারা এখানেই আমার নিরাপত্তা দিতে পারছেন না, রাস্তায় কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন? এ অনিশ্চিত পরিস্থিতিতে আমি আপনাদের সঙ্গে যেতে পারি না।’ এরপর গাড়ি ঘুরিয়ে আবার লালবাগ মাদ্রাসায় ফেরত যান তিনি।

বিশেষ প্রতিনিধি