হেফাজতের কর্মীদের তাণ্ডবঃ নিহত ৪, সাংবাদিক-পুলিশসহ আহত শতাধিক

হেফাজতের কর্মীদের তাণ্ডবঃ নিহত ৪, সাংবাদিক-পুলিশসহ আহত শতাধিক

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ হেফাজতের কর্মীদের তাণ্ডবে রাজধানীর পল্টন ও তার আশপাশের এলাকায় এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। ৫ মে (রোববার) দুপুর ২টার পর পুরানা পল্টন মোড়ে সংঘর্ষে সিদ্দিকুর রহমান সিদ্দিক (২৮) নামে একজনের মৃত্যু হয়। তিনি হানিফ পরিবহনের হেলপার। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ‍রাখা আছে। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুপুরে আহত অবস্থায় হাসপাতালে আসার পর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়। বায়তুল মোকাররম মিনার গেটে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার নাম নাহিদ, বয়স আনুমানিক ২৬। অন্যজনের বয়স আনুমানিক ৪৫, তার পরিচয় জানাতে পারেননি তিনি। এছাড়া ইকবাল নামে একজনের মৃত্যু হয়েছে। তার লাশও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে কিভাবে তিনি মারা গেছেন তা জানা যায়নি।

এদিকে, সন্ধ্যা ৭টার দিকে হেফাজত কর্মীরা তাণ্ডব শুরু করলে পুনরায় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এছাড়া বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডেরও শব্দ পাওয়া যায়। রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থেমে-থেমে সংঘর্ষ চলছে পল্টন, জিপিও, প্রেস ক্লাব ও গুলিস্তান এলাকায়। হেফাজত কর্মীরা ‘আল্লাহু আকবর’, ‘১৩ দফার বাস্তবায়ন চাই’ সহ ইসলামবিদ্বেষী-নাস্তিকদের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছেন।

উল্লেখ্য, ঢাকা অবরোধ কর্মসূচি শেষে বেলা তিনটায় বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশের কথা বলেছিলেন হেফাজত নেতারা। তবে পুলিশ মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেয়।

বিশেষ প্রতিনিধি