১৪ মে থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ আশুলিয়া সব পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ১৩ মে (সোমবার) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে একথা জানান। গার্মেন্ট কারখানায় নিরাপত্তাজনিত কারণে মালিকদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।