ঘূর্ণিঝড় ‘মহাসেন’: বুধবার আঘাত হানার আশঙ্কা
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উপকূলের দিকে আরো এগিয়ে আসায় দেশের সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা বেশি। যদি এটি দুর্বল না হয়ে পড়ে, তাহলে চট্টগ্রাম ও কক্সবাজারে আঘাত হানবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি সাগরে অবস্থান করছে। যেকোনো সময় এটি দিক পরিবর্তন করতে পারে। ঘূর্ণিঝড় মহাসেন যে গতিতে এগোচ্ছে, তাতে করে যদি এটি আঘাত হানে, তাহলে আগামী বুধবার পর্যন্ত সময় লাগবে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও সাইক্লোনের আশঙ্কা প্রকাশ করে বলেছে, আগামী মঙ্গলবার বা বুধবার নাগাদ মহাসেন মিয়ানমারের রাখাইন প্রদেশ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ সময় বাতাসের বেগ ঘণ্টায় ১৬৬ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান বাহিনীর যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, সোমবার বেলা ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। এটি চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের দিকে এগিয়ে আসছে। আরও কাছে এলে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানা গেছে, তথ্য সংরক্ষণ ও বোঝানোর সুবিধার জন্য এস্কাপ (ইএসসিএপি) প্যানেল ঝড়গুলোর নাম দেয়, যা আগেই ঠিক করে রাখা হয়। এই ঘূর্ণিঝড়টির নাম তৃতীয় শতকের সিংহলি রাজা মহাসেনের নামে নামকরণ করেছে এস্কাপ।