রাজধানীর জুরাইনে ক্রেন উল্টে শিশুসহ চার জনের মৃত্যু

রাজধানীর জুরাইনে ক্রেন উল্টে শিশুসহ চার জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর জুরাইনে খাদে পড়া ট্রাক তুলতে গিয়ে ক্রেন উল্টে আট বছরের শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। ২৬ মে (রোববার) রাত ১০টার দিকে সেতু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম তারেক হোসেন। অন্য তিনজনের নাম জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে অন্তত তিন জন। দুর্ঘটনার পর ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী শুভ জানান, রাত ১০টার দিকে একটি মালবাহী ক্যাভার্ড ভ্যান জুরাইন দিয়ে নারায়ণগঞ্জের দিকে যাওয়ার পথে সেতু মার্কেটের সামনের রাস্তার খাদে পড়ে উল্টে রাস্তার ডান দিকে পড়ে যায়। এরপর ভ্যানটি উদ্ধারে একটি হাইড্রোলিক ক্রেন আনা হয়। ক্রেন দিয়ে ভ্যানের মধ্যে থাকা মালামালগুলো তোলার সময় ক্রেনটিও উল্টে পড়ে যায়। এতে পাশে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের মধ্য ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। পরবর্তীতে অন্য একটি ক্রেন এনে কাভার্ড ভ্যানটি তোলা হয়। এ ব্যাপারে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ক্রেন উল্টে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর আহতাবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিন জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ওসি বলেন, “এখনো মৃত তিনজনের নাম পরিচয় জানা যায়নি। তাদের মৃতদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও নামপরিচয় জানার চেষ্টা চলছে।” এদিকে, দ্রুত ক্রেনটি তুলে রাস্তা যানজট মুক্ত করতে ঘটনাস্থলে র‌্যাব-পুলিশের সদস্যরা কাজ করছেন। এ ঘটনায় ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ফতুল্লাহ থেকে পোস্তগোলা, হাসনাবাদ থেকে পোস্তগোলা এবং যাত্রাবাড়ী থেকে জুরাইন ও দয়াগঞ্জ থেকে জুরাইন পর্যন্ত ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। লোকজনকে গাড়ি থেকে নেমে হেটে গন্তব্যে যেতে দেখা গেছে।

বিশেষ প্রতিনিধি