নওগাঁর আত্রাইয়ে যুবককে জবাই করে হত্যা, আহত ২
আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর আত্রাই উপজেলার বিপ্র-বোয়ালিয়া বাজারে মুকুল হোসেন (৩৫) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। ২৯ মে (বুধবার) রাত সোয়া ৯ টার দিকে আত্রাই উপজেলার বিপ্র-বোয়ালিয়া গ্রামের বাজারে চায়ের ষ্টলে বসে থাকা অবস্থায় ১৪/১৫ জনের মুখোশধারী সন্ত্রাসী ৪/৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এসময় লোকজন ছুটোছুটি শুরু করলে চায়ের দোকানে বসা মুকুল হোসেনের উপর অতর্কিত তাদের উপর হামলা চালিয়ে চায়ের ষ্টলের ভিতর তাকে জবাই করে হত্যা করে। এসময় মুখোশধারী সন্ত্রাসীদের হামলা ও গুলিতে নিহত মুকুলের চাচাতো ভাই তোতা ও সিরাজুল ইসলাম নামের আরো দুই জন ধারালো গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে। রাতেই তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুকুল হোসেন বিপ্র-বোয়ালিয়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে এবং পেশায় একজন কৃষক বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, জমি সংক্রান্ত বিবাদ কে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে। বুধবার রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের স্ত্রী রিমু বেগম বাদী হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। দীর্ঘ প্রায় ৭ বছর রক্তাক্ত জনপদ বলে খ্যাত আত্রাই উপজেলায় এক যুবককে জবাই করে হত্যা করার ঘটনায আত্রাই উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে নতুন করে সর্বহারা আতংক সৃষ্টি হয়েছে।