অবৈধ (নূর কামরুন নাহার)
~~~অবৈধ~~~
—নূর কামরুন নাহার—
=========================================================================================
আমার এ দেহ তুমি বৈধ করে
নিয়েছো কাবিনের দামে।
এ দেহের পুরোটাই বৈধ তোমার
চুল, নখ, ঠোঁট, কপোল, স্তন, গ্রীবা
সব, সবটুকু তোমার অধীন।
>>>
এ দেহের তুমি অধিকর্তা
ইচ্ছে মতো গড়তে পারো, ভাঙ্গতে পারো
খেলতে পারে।
ইচ্ছে হলেই স্পর্শ রাখো
যেমন খুশি, যখন তখন
তৃষ্ণায়, ভালোবাসায়, অভ্যাসের দায়।
এ দেহেই বারোমাস করে চাষবাস
সুখের ফসল তোল,
শুষে নাও জমে থাকা ফোঁটা ফোঁটা মৌ।
>>>
আমিও রেখেছি এ দেহ মন্দির করে
আঁটসাট বেঁধে, বৈধতার মোহে,
হাজারো দৃষ্টির কাছে, রেখেছি স্পর্শহীন
রেকাবিত তুলে,
তোমার স্পর্শের নাগালে।
>>>
শুধু নিয়মের ডাণ্ডাবেড়ে ছেড়ে
অবৈধ এ মন আমার
ছুটে যায় কোন দূরে, কোনখানে
কোন মধু সঞ্চয়ে।
________________________________________________________________________________________