বাবা (খালেদ হোসাইন)
==========================================================================
মাঝেমধ্যে কুয়াশার মধ্য থেকে বেরিয়ে আসতেন
কখনোবা আষাঢ়ের পয়লা বৃষ্টির জড়ো-করা জল থেকে
গ্রীষ্মের দাবদাহে তিনি বেরিয়ে আসতেন বিশাল কোনো
মহীরুহের কা- বা ছায়া থেকে। তাই বাবাকে আমি সব সময়
বিস্ময় নিয়েই দেখেছি।
>>>
আঙুল ধরে তিনি আমাকে মাটিতে হাঁটতে শিখিয়েছিলেন
আর জলে ছুঁড়ে দিয়ে সাঁতার কাটতে
আর নক্ষত্র চেনাতে চেনাতেই তিনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন
উড়বার কলাকৌশল।
>>>
প্রথম যৌবনে তিনি ঘুরেছিলেন দেশ-দেশান্তরে, কিন্তু
একদিনও সেসবের গল্প করেননি। সংসারে তিনি
শেকড় গেঁড়েছিলেন একটা বাউল মন নিয়ে।
>>>
এই তো এখন তাঁর গায়ের গন্ধ মনে পড়ছে।
ঘরটা ভরে উঠলো যেন এক অলৌকিক সৌরভে।
>>>
অনেকগুলো ভাই বোন ছিলাম আমরা, ঝগড়া হতো
শুধু আমার সঙ্গে। হয়তো একারণেই তিনি
আমার হাতে মাথা রেখেই পাড়ি জমালেন এক
অনন্তলোকে।
>>>
এখন আয়নায় দাঁড়ালে আমাকে আড়াল করে তিনিই দাঁড়ান।
——————————————————————————————————————-