রংপুরে বিএনপির শীর্ষ ৭ নেতার মুক্তির দাবিতে ২০ জুন সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ রংপুরে বিএনপির শীর্ষ ৭ নেতার মুক্তির দাবিতে ২০ জুন সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এছাড়াও ১৯ জুন রংপুর শহর ও ১৮ জুন জেলার প্রত্যেক উপজেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষনা দেয়া হয়। ১৬ জুন (রোববার) দুপুর ১টায় নগরীর পায়রা চত্বরে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ থেকে তিন দিনের এ কর্মসূচির ঘোষণা করা হয়। এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নাজমুল আলম নাজু, সহসভাপতি লিটন পারভেজ।
উল্লেখ্য, ১৯ মে রাতে পুলিশ বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য রাখা ও অগ্নিসংযোগের অভিযোগে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, সহসাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান লাকু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহফুজ-উন নবী ডন, জেলা ছাত্রদল সভাপতি জহির আলম নয়ন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামসুল হক ঝন্টু, সহভাপতি তারেক হাসান সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাদের মুক্তির দাবিতে ৩ জুন রংপুর জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল হয়।