রাজধানীতে তীব্র লোডশেডিং ।। অন্ধকারে নগরবাসী
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ভয়াবহ লোডশেডিংয়ের কবলে রাজধানী ঢাকা। ১৬ জুন (রোববার) রাজধানীর প্রায় সব এলাকাতেই বেশিরভাগ সময় বিদ্যুৎ ছিল না। কোনো কোনো এলাকায় টানা দুই ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হয়। এ কারণে গ্রীষ্মের খড়তাপে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানী বাসীর। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডিপিডিসি) জানিয়েছে, রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রামপুরার উলোনে পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। তবে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ৮টি ব্র্রেকার পুড়ে যায় । এরমধ্যে কয়েকটি বিকেলের মধ্যে মেরামত করা হয়। বাকিগুলো মেরামতের কাজ চলছে। রাতের মধ্যে বাকিগুলোর মেরামতের কাজ সম্ভব হবে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রেকারগুলো মেরামতের কাজ চলছে বলে জানা গেছে। পিজিসিবি প্রাথমিকভাবে ধারণা করছে তাদের ৩৩ কিলোভোল্টের (কেভি) সরবরাহ লাইনে পাখি বা এ জাতীয় কিছু পড়ে শর্ট সাকির্টের কারণে আগুন ধরেছে।
ডিপিডিসির তথ্য মতে, ঢাকার মালিবাগ, রামপুরা, কাকরাইল, গোড়ান, খিলগাঁও, তালতলাসহ অনেক এলাকাতেই দুপুরের পর থেকে বিদ্যুৎ ছিল না। অনান্য এলাকায় বিদ্যুৎ আধা ঘণ্টা পর পর যাওয়া আসা করে। সূত্র জানায়, উলোনের ওই সরবরাহ লাইনের মাধ্যমে পিজিসিবি ডিপিডিসিকে বিদ্যুৎ দেয়। এই লাইনে দুর্ঘটনা ঘটায় বিকল্প লাইনের মাধ্যমে রাজধানীতে বিদ্যুৎ দেয়া হচ্ছে। তাই লোড শেডিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।