মানসিক চিন্তা অনেকাংশে শারীরিক শক্তি’র উপর নির্ভরশীল
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ সমাজবিজ্ঞানের বিশ্লেষণ অনুযায়ী, ব্যক্তির পারিবারিক ও সামাজিক আবহ এবং ব্যক্তিগত মতাদর্শ তার প্রতিটি মতামতের ওপর প্রভাব ফেলে। তবে এবারে ব্যক্তির মতামতের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানের তালিকায় আরো একটি বিষয় যোগ করেছেন বিজ্ঞানীরা। সেটি হলো শারীরিক শক্তি।
ডেনমার্কের আরহাস ইউনিভার্সিটির গবেষকদের দাবি, যেসব পুরুষ শারীরিকভাবে তুলনামূলক বেশি শক্তিশালী, তারা নিজের মতামতকে বেশি গুরুত্ব দেয়। যেসব পুরুষ একই সঙ্গে শক্তিশালী এবং বিত্তবৈভবের মালিক, তারা ডানপন্থী রাজনৈতিক ধারার অনুসারী। গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, এ ধরনের পুরুষরা সমাজে অর্থনৈতিক সমতা বিধানের ব্যাপারে কম আগ্রহী। শক্তিশালী যেসব পুরুষ কম অর্থবিত্তের মালিক, তারাও এই ডানপন্থী নীতিকেই সমর্থন করে। অন্যদিকে বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও যেসব পুরুষ তুলনামূলক কম শারীরিক শক্তির অধিকারী তারা সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক। তবে নারীদের ক্ষেত্রে এ ধরনের মতামত প্রকাশের সঙ্গে শারীরিক শক্তির কোনো সম্পর্ক খুঁজে পাননি গবেষকরা। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও আর্জেন্টিনার শতাধিক ব্যক্তির শারীরিক কাঠামো, তাদের সামাজিক মর্যাদা এবং সম্পত্তির পরিমাণ সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে এসব তথ্য উপস্থাপন করেছেন গবেষকরা। সম্প্রতি সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সূত্র : টেলিগ্রাফ।
সূত্র : টেলিগ্রাফ।