পলাশবাড়ীসহ উত্তরাঞ্চলের হাট-বাজারে অবাধে বিক্রয় হচ্ছে পিরানহা মাছ
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ পলাশবাড়ীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রয় হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। উপজেলার কালিবাড়ি হাটে গিয়ে দেখা যায়, মাছ বিক্রেতারা প্রকাশ্যে বিক্রয় করছে নিষিদ্ধ পিরানহা মাছ। প্রত্যেক মাছের দোকানদার অন্যান্য মাছের পাশাপাশি নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয় করছেন। ফজলু হক নামের একজন খুচরা মাছ বিক্রেতার সাথে কথা বলে জানা যায় এই মাছ সমাজের নিম্ন আয়ের মানুষরাই বেশী খায়। প্রতি কেজি মাছ ১৩০ টাকায় বিক্রয় করে। প্রতিদিন ২৫ হতে ৩০ কেজি মাছ বিক্রি করে সে। এখানে ফরিদা ও আলম নামে দুই জন আড়তদার রয়েছে। তাদের কাছ থেকে পিরানহা মাছ পাইকারী দরে কিনে খুচরা বিক্রি করে তারা। হাটে এরকম মোট ২৭ জন খুচরা মাছ বিক্রেতার দোকান রয়েছে। অন্যান্য মাছের পাশাপাশি তারাও পিরানহা মাছ বিক্রি করে। এই হাটে প্রতিদিন গড়ে প্রায় ২২০ হতে ২৩০ কেজি পিরানহা মাছ বিক্রি হয়। পিরানহা মাছ বিক্রয় নিষিদ্ধ এবং আইনতঃদন্ডনীয় অপরাধ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মাছ বিক্রি করা নিষিদ্ধ এবং বিক্রি করা অপরাধ এমনটি তার জানা নেই। বাজারে অনেক সরকারী কর্মকর্তা কর্মচারী আসে এ ব্যাপারে কেউ তাদের নিষেধ করেনি। গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাট বাজার পরিদর্শন করে একই চিত্র লক্ষ্য করা গেছে।এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুভাস জানান, পিরানহা একটি রাক্ষুসী মাছ। খাওয়ার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা থেকেই যায়। তবে হাট বাজারে অবাধে বিক্রয়ের বিষয়টি তার জানা নেই। দ্রুত এই নিষিদ্ধ পিরানহা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করবেন বলে জানান তিনি।