বগুড়া থেকে ঢাকার বহুল আলোচিত সহদর দু’বোন রিতা ও মিতা উদ্ধার
চপল সাহা,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকার মিরপুরের বহুল আলোচিত ভূতের বাড়ির বাসিন্দা সিজোফেনিয়ায় আক্রান্ত ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দুই বোন রিতা ও মিতাকে ২৩ জুন (রোববার) বগুড়ার মহিলা আইনজীবী সমিতির এ্যাড শাহাজাদী লাইলা ও বগুড়া সদর থানার এসআই আনোয়ার আকবরিয়া আবাসিক হোটেল থেকে উদ্ধার করে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে।
পুলিশ জানায়, রিতা ও মিতা দীর্ঘ প্রায় ৫ মাস পূর্বে বগুড়ায় আসে। এর পর তারা সারিয়াকান্দিতে বেড়াতে যান এবং সেখান থেকে ফিরে ২০ ফেব্রুয়ারীতে তারা আকবরিয়া আবাসিক হোটেলের ২১ নং রুমে উঠেন। সেই থেকেই তারা আকবরিয়া আবাসিক হোটেলে অবস্থান করছেন। আকবরিয়া হোটেলে অবস্থান কালে তারা ঘর থেকে বের হতেন না। খাওয়া দাওয়াও ঠিক মত করতেন না। যদিও তারা এর মধ্যে আকবরিয়া হোটেলের ভাড়া নিয়মিত পরিশোধ করেন। কিন্তু গত ৫/৬ দিনের ভাড়া পরিশোধ করতে না পারায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এ সময় তারা পুলিশে খবর দেন। পুলিশ হোটেলে গিয়ে তাদের সাথে কথা বলে সন্দেহ হলে তারা স্থানীয় একটি নারী সংগঠনকে খবর দেন। বগুড়ার মহিলা আইনজীবী সমিতির এ্যাড শাহাজাদী লাইলা ও বগুড়া সদর থানার এসআই আনোয়ার এর সহযোগিতায় তাদের হোটেল থেকে উদ্ধার করে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে তুলে দেয়া হয়। সেখানে মিতা নিজেকে আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচয় দিয়ে বলেন, বাংলাদেশের মানুষের পরিবর্তন আনার জন্য তিনি আল্লাহর নির্দেশ মত কাজ করে যাচ্ছেন। বগুড়া আসার কারণ জিজ্ঞেসা করলে মিতা জানান, এখানে তাদের আত্মীয় স্বজন রয়েছে। তারা বগুড়াতেও আল্লাহর নির্দেশে এসেছেন।